কুমিল্লার বুড়িচংয়ের ডুবাইরচর এলাকার একটি মুরগীর ফার্মে থেকে সজিব নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই ফার্মের কর্মচারী।
বুধবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় দেবপুর ফাঁড়ী পুলিশ ঝুলন্ত অবস্থায় সজিবের লাশ উদ্ধার করে।জানা যায়, রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন সন্তোষপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ সজিব (১৬) দীর্ঘদিন ধরে বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ভাড়া থাকতো।
গত ৪/৫ মাস ধরে সে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ডুবাইরচর গ্রামের দক্ষিণপাড়া এলাকার আবদুল জব্বারের ছেলে মোঃ জসিম উদ্দিনের মুরগীর ফার্মে কাজ করে আসছিল।
নিহতের বাবা বাবুল মিয়া জানান, সকাল ১০ টায় নিমসার থেকে ফার্মে কাজ করার জন্য রওনা হয়ে আসে সজিব। পরে লোক মাধ্যমে মৃত্যুর খবর জানতে পারেন তিনি।
ফার্মের মালিক জসিম উদ্দিন জানান, বুধবার বিকেলে আমি ফার্মে এসে ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পাই। অনেক্ষন ডাকাডাকি করেও সারাশব্দ না পেয়ে মুরগীর খাবার রাখার ঘরের এককোনে দিয়ে ছিদ্রকরে ভিতরে ঝুলন্ত অবস্থায় সজিবকে দেখতে পাই। পরে দেবপুর ফাঁড়ী পুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি নামায়।
দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পরিদর্শক আবদুল্লা আল মামুন জানান,খবর পেয়ে উপপরিদর্শক (এস আই) মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ দেখতে পাই। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারন নিশ্চিত হওয়া যাবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 7, 2021 10:09 pm by প্রতি সময়