কুমিল্লার বুড়িচং উপজেলাসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড করতো মাছুম। অবশেষে র্যাবের অভিযানে অস্ত্রসহ ত্রিশ বছর বয়সী এই যুবককে গ্রেফতার করে র্যাব।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার মাছুম বুড়িচং উপজেলার পশ্চিম সিংহপাড়া গ্রামের আবদুর হান্নান মেম্বারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ আগস্ট) গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয় মাছুমকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাছুম বুড়িচংসহ কুমিল্লার বিভিন্ন স্থানে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছে।
র্যাব আরও জানায়, এ ঘটনায় মাছুমের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 17, 2021 6:38 pm by প্রতি সময়