শত বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব।বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় ওই দুইজনকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি টিম। এসময় ভারতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কালে দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একশো বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িরা হল- কুমিল্লা জেলার কোতয়ালি থানার জামবাড়ি উত্তর পাড়া গ্রামের আনোয়ারুল আজিমের ছেলে মো. শফিউল আজম (৩৫) এবং কোতয়ালি থানার বাঁশমঙ্গল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. আব্দুল কাদির চঞ্চল (৩৫)।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
Last Updated on January 13, 2021 10:56 pm by প্রতি সময়