কুমিল্লার বুড়িচং উপজেলার বাহিরীপাড়া এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. জালাল মিয়া (৩৮) নামে এক যুবককে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।
পুলিশ জানায়, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বাহিরীপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে আট বছরের এক শিশুকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় একই এলাকার শামসুল হকের ছেলে জালাল।
এসময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে জালাল পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাতে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক মো. কামাল হোসেন অভিযান চালিয়ে অভিযুক্ত জালালকে আটক করে।
বুড়িচং থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, অভিযুক্ত আসামীকে বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 12, 2021 7:18 pm by প্রতি সময়