সাত বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে পুলিশ সাইফুল নামে (১৫) এক কিশোরকে গ্রেফতার করেছে।
শনিবার (৩ অক্টোবর) কুমিল্লার কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামে এঘটনা ঘটেছে। শিশুটি তৃতীয় শ্রেণিতে পড়ে।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর শিশুটিকে একা পেয়ে ওই গ্রামের সাইফুল ফুসলিয়ে একটি গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি এঘটনা তার মাকে জানালে তিনি স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রের পল্লী চিকিৎসকের কাছে তার শিশুকন্যাকে নিয়ে যান।
পরে বিষয়টি জানাজানি হলে বিচারের নামে একটি মহল সময় ক্ষেপন করে। বিষয়টি বুঝতে পেলে শিশুটির মা বুড়িচং থানায় মামলা করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ শনিবার সাঈফুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বুড়িচং থানার ওসি (তদন্ত) মাসুদ খান জানান, ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
#দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 3, 2020 6:48 pm by প্রতি সময়