গ্রাম হবে শহর, সবুজ হবে বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসাবে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ লালন হায়দারের উদ্যোগে ১ নং ওয়ার্ডের দেবপুর থেকে মঈনপুর চৌমুহনী পর্যন্ত সড়কের দুই পাশে সুপারি গাছের চারা রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০জুন) বিকেলে তিনি প্রায় ৫ শত সুপারি গাছের চারা রোপন করা হয়।এছাড়া রাতের বেলায় ওই সড়ক দিয়ে চলাচলরত মানুষের সুবিধার্থে রাস্তার পাশে বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়।
চেয়ারম্যান লালন হায়দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গ্রাম হবে শহর সবুজ হবে বাংলাদেশ এই শ্লোগানে গত দুইদিন যাবত ময়নামতি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে গাছের চারা রোপন করা হয়। পর্যায়ক্রমে বৃহত্তর ২ নং ওয়ার্ড ও ৩ নং ওয়ার্ডের সবকটি রাস্তায় গাছের চারা রোপন করা হবে।
এসময় ইউপি সদস্য মোঃ সিপন, মোঃ কনু মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 10, 2021 8:02 pm by প্রতি সময়