
ওসি মোজাম্মেল হক: ফাইলছবি।।
কুমিল্লার বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ছাড়াও নতুন করে একদিনে বুড়িচংয়ে আরও ৮জন করোনাপিজিটিভ হয়েছেন। এনিয়ে বুড়িচং উপজেলায় মোট ২৭০জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
এতথ্য নিশ্চিত করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন মিঠু জানান, অফিসার ইনচার্জসহ নতুন করে একদিনে ৯ জনের করোনা সনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৬জন পুরুষ ও ৩ জন নারী। এপর্যন্ত বুড়িচং উপজেলায় ২ শত ৭০ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে ২ শত ২৯ জন সুস্থ্য হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে বুড়িচংয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
ওই স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক আগের দিন করোনা পজিটিভ এসেছে থানার সেকেন্ড অফিসার সুজয় কুমার মজুমদারের।
বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, সামান্য উপসর্গ নিয়ে তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন এবং চিকিৎসা সেবা গ্রহন করছেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 13, 2020 12:39 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...