কুমিল্লার বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মোঃ আলমগীর হোসেন যোগদান করেছেন। মঙ্গলবার(২৫ মে) তিনি নবনিযুক্ত ওসি হিসেবে বুড়িচং থানায় যোগদান করেন। বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলী হওয়ায় আলমগীর হোসেন তার স্থলাভিষিক্ত হলেন।
ওসি আলমগীর হোসেন ২০০৩ সালে তিনি এসআই পদে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্তব্যপালন শেষে ২০১২ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ রেলওয়ে সিলেট জিআরপিতে যোগদান করেন। পরবর্তীতে ২০১৬ সালে চাঁদপুরে এবং ২০১৮ থেকে বর্তমান সময় পর্যন্ত চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে দায়িত্বপালন করেন।
তিনি প্রায় দু’মাস আগে কুমিল্লায় বদলী হয়ে আসেন। মঙ্গলবার তিনি বিদায়ী ওসি মোজাম্মেল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
যোগদানের পর তিনি বুড়িচং থানার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ব্যক্ত করেন। তিনি আরো বলেন, মন থেকে কাজ করতে হবে। শুধু মুখে মুখে বললে হবেনা।
Last Updated on May 25, 2021 10:53 pm by প্রতি সময়