কুমিল্লার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং, দেবীদ্বার, মুরাদনগর,বরুড়া, চান্দিনা সহ অন্যান্য উপজেলার কৃষকরা আউশ ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। তারা জমি প্রস্তুতকরণ ও বীজ রোপনে ব্যস্ত সময় পার করেছেন।
একটু বৃষ্টি হলেই রোপা আউশ ধানের জমি তৈরি করতে সহজ হত। কিন্তু বৃষ্টি না হওয়ায় কৃষকরা শ্যালু ও ডিপ মেশিনে জমিতে পানি দিয়ে রোপা আউশ চাষ করছে। এতে বাড়তি খরচও হচ্ছে।
বুড়িচং উপজেলা কৃষক আবদুল হক, মতিন মিয়া, আবদুল হান্নান বলেন, আউশ ধানের চারা রোপন করতে জমি প্রস্তুত শেষ করেছি। দ্রুত রোপন শুরু করব। তবে বৃষ্টি হলে আমাদের অনেক সুবিধা হত।অনেক কৃষক পানির জন্য রোপা আউশ ধান চাষে হিমশিম পোহচ্ছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষক আব্দুল মান্নান জানান, বৃষ্টি না হওয়ায় ৭০ শতক জমিতে আউশ ধানের জন্য জমি প্রস্তুত করতে পারছি না। মনে হয় এ বছর বৃষ্টি না হলে এ বছর আউশধান চাষ করা কষ্ট হবে।
দেবিদ্বার এগারগ্রামের গ্রামের কৃষক আজাদ মিয়া বলেন, ৪২ শতক জমিতে জমিতে আউশ ধানের চারা রোপন করেছি। বৃষ্টি না হওয়ায় কারনে চারা নষ্ট হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, অন্যান্য বছরের তুলনায় কুমিল্লায় রোপা আউশের লক্ষ্যমাত্রা বেশি নির্ধারন করা হয়েছে। আশা করি লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তবে এই মুহূর্তে বৃষ্টি হলে ধান রোপন করতে সুবিধা হত কৃষকদের। কিছু কিছু উপজেলায় বিভিন্ন সেচের মধ্যেমেই ধানের চারা ও জমি তৈরি করছে।
Last Updated on June 3, 2023 11:03 pm by প্রতি সময়