-আসবেন হানিফসহ তিন কেন্দ্রিয় নেতা" />
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা বৃহস্পতিবার (২৪জুন) সকাল ১০টায় মুরাদনগর উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সবায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের তিন কেন্দ্রিয় নেতা।
স্বাস্থ্যবিধি মেনে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে এবং সভা সফল করতে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
তিনি বলেন, সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ ও চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর উপস্থিত থাকার সম্মতি প্রকাশ করেছেন।
ম. রুহুল আমিন আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে সু-শৃঙ্খল ভাবে সভা করার জন্য যাবতীয় কার্য ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সভায় স্থানীয় ৬জন এমপিসহ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। এই বর্ধিত সভাকে ঘিরে উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি আরো মজবুত ও গতিশীল হবে বলে আশা করি।
এদিকে বর্ধিত সভায় কেন্দ্রিয় নেতাদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার স্বাক্ষরিত একটি চিঠি কমিটির নেতা-কর্মীদের মাঝে বিলি করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 23, 2021 11:00 pm by প্রতি সময়