আগামী বৃহস্পতিবার (৫ আগষ্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও দোকানপাট খুলতে চান কুমিল্লার ব্যবসায়ীরা। দোকানপাট খোলার ব্যাপারে কুমিল্লার ব্যবসায়ীরা সরকারের সিদ্ধান্ত ও অনুমতি চান।
রবিবার (১ আগষ্ট) দুপুরে কুমিল্লা নগরীর ফাইন্ড টাওয়ারে কুমিল্লা দোকান মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ মার্কেট দোকানপাট খোলার ব্যাপারে সরকারের অনুমতি প্রত্যাশা করেন।
সংবাদ সম্মেলনে কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন বলেন, ‘লকডাউনে আমাদের পিঠ দেয়ালে ঠেকেছে। আমাদের বাঁচতে দিন। আমরা আর পারছি না। কেউ আমাদের জিজ্ঞেস করে না আমরা কেমন আছি। আমরা স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলতে ইচ্ছুক। মার্কেট ও দোকানপাট খোলার অনুমতি না দিলে এই শ্রেণির মানুষ না খেয়ে মরে যাবে।’
কুমিল্লার ব্যবসায়ী এ নেতা আরও বলেন, ‘কুমিল্লায় ২০ হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী আছে। প্রত্যেক প্রতিষ্ঠানে ৪/৫জন করে লোকবল রয়েছে। আমরা নিজেরা ঋণ করে তাদের যতটুকু সম্ভব বেতন দিচ্ছি। পুরো বেতন না পাওয়ায় অনেকে চাকরি ছেড়ে দিয়েছে। অন্য পেশায় ফিরে যাচ্ছে। বন্ধ দোকানের মালামালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গ্যাস ও বিদ্যুৎ বিল, দোকান ভাড়া সবই দিতে হচ্ছে। অথচ সরকার সবাইকে প্রণোদনা দিলেও আমাদেরকে দেয়নি। এ অবস্থায় ঘুরে দাঁড়াতে হলে একটি নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট খুলে দেয়ার পাশাপাশি প্রণোদনার ব্যবস্থা করতে হবে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা কখনো সরকারের টাকা মেরে খাইনি, খাবও না।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি মো. সানাউল হক।
এছাড়াও সংবাদ সম্মেলনে চারটি দাবী উত্থাপন করা হয়- ৫ আগস্ট থেকে সব দোকানপাট খুলে দেয়া। প্রত্যন্ত অঞ্চল ও হাটবাজারে বুথ খুলে টিকা গ্রহণের ব্যবস্থা করা। দোকান খোলার পর মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ ও জরিমানা করার অনুমোদন করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রণোদনা প্রদান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি আমিনুল ইসলাম, চকবাজার মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আশরাফ, স্টেশন রোড (উত্তর) ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল কাশেম, সাত্তার খান কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুল বকুল, কুমিল্লা দোকান মালিক সমিতির সদস্য এনামুল হক চৌধুরী, শাহাদাত খান সুমন, মোস্তাফিজুর রহমান বিপুসহ আরও অনেকে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 1, 2021 7:56 pm by প্রতি সময়