অনুমতি ছাড়া ক্লাস ছেড়ে নিচে গিয়ে চাচাকে দেখতে যাওয়ায় ১১ বছর বয়সী সজীব নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে দুই হাত ভেঙে দিয়েছেন শিক্ষক।
এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক জাহিদ হাসানকে শনিবার রাতে গ্রেফতার করে রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করেছে দেবিদ্বার থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের বাগুর আল মানার ইসলামিয়া মাদ্রাসায়। আহত ছাত্র মোঃ সজিব হোসেন ওই মাদ্রাসার নূরানী বিভাগের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সে মুরাদনগর উপজেলার উড়িষ্যা গ্রামের সিসিলিয়া প্রবাসী আব্দুল কাদেরের পুত্র।
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা ছাত্র সজিব তার মাকে ফোনে বলে তার ভালো লাগছেনা বাড়ি যাবে। পরে তার মা বলে তোমার চাচা গিয়ে তোমাকে দেখে আসবে। একইদিন সন্ধ্যায় তার চাচা মাদ্রাসার দারোয়ানের নিকট জন্মনিবন্ধন ও খাবার দিয়ে আসলেও সন্ধ্যা ৭টায় ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকের অনুমতি ছাড়াই চাচা নিচে আসছে কিনা দেখতে যাওয়ায় ক্লাসে ফেরার পর শিক্ষক জাহিদ ব এলোপাতাড়ি বেত্রাঘাতে সজীবের দুই হাতের হাড় ভেঙ্গে দেয়। পরে মারের যন্ত্রণা সইতে না পেরে সজিব মাদ্রাসা থেকে বের হয়ে যায়।
পরে এক দম্পতির সহযোগিতায় তাকে দেবিদ্বার মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। এ সময় ঘটনাটি জানার পর সজীবের মা ও পরিবারের লোকজন মেডিকেল সেন্টারে আসেন। পরে শনিবার রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, আহত ছাত্রের মা থানায় মামলা দায়েরের পর রাতেই মাদ্রাসা থেকে শিক্ষক জাহিদ হাসানকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Last Updated on September 24, 2023 10:50 pm by প্রতি সময়