দেশে করোনা মাহামারির এক কঠিন পরিস্থিতি চলাকালে কুমিল্লার সবার প্রিয় সাংবাদিক সাদিক মামুন সাহসী ভূমিকা নিয়ে ‘প্রতিসময়’ নামে অনলাইন নিউজ পোর্টালের প্রকাশনা শুরু করে। খুব বেশিদিন হয়নি।সবে এক বছর পার করেছে।এই অল্প সময়ে অনেকটাই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিসময়।
এই নিউজ পোর্টালটি যারাই দেখেছেন, অন্তত নির্দ্বিধায় এটা বলা যায় যে, বেশ সুন্দর, গোছানো একটি নিউজ পোর্টাল। আমি এটির নিয়মিক পাঠক। আবার সাহিত্য ও স্বাস্থ্য বিভাগে লেখালেখিও করি।কবিতা, প্রবন্ধ বা স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনের সাথে ছবির ব্যবহার নান্দনিক ও অতুলনীয় হয়।
আবার সংবাদগুলো একপেশে নয়, যে ঘটনা ঘটে, সেটাই বস্তুনিষ্ঠতার সঙ্গে তুলে ধরে।সংবাদ পরিবেশনও উন্নত মানের এবং বৈচিত্র্যপূর্ণ।
আমরা এখন গর্ব করে বলতে পারি, আমরা উন্নয়নশীল দেশের গর্বত নাগরিক।আমাদের দেশ সকল সূচকে দ্রুত এগিয়ে যাচ্ছে। এসব উন্নয়নের খবর সবাইকে জানাতে হবে।প্রযুক্তি এখন মানষের হাতে হাতে।তাই আমি মনে করি, অনলাইন নিউজ পোর্টাল প্রতিসময় দেশের উন্নয়নের খবরাখবর প্রকাশে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখবে।
সবশেষে বলবো, প্রতিসময় এর সঙ্গে আমার যোগসূত্র আছে, থাকবে। শুভকামনা রইলো প্রতিসময় ও এর সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য।
- ডা. মল্লিকা বিশ্বাস
# সভাপতি : জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখা।
Last Updated on July 12, 2021 11:13 pm by প্রতি সময়