# দক্ষতা ও গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই" />
সাধারণ জনগণের আর্থিক ঝুঁকি নিরসন ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য জীবন বিমার সুবিধার নানা দিক নিয়ে বাংলাদেশ ইনষ্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে কুমিল্লায় তিন দিনব্যাপী বেসিক ট্রেনিং কোর্স ফর ফিন্যান্সিয়াল এসোসিয়েট অনুষ্ঠিত হয়েছে।
কোর্সে চাটার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী কোর্সটি কুমিল্লা নগরীর হিলটন টাওয়ারে চাটার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানীর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ সেপ্টেম্বর) ট্রেনিং কোর্সের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে চাটার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কুমিল্লা সেলস অফিসের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল বলেন, দক্ষতা ও গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষনের মাধ্যমেই মানুষ যার যার অবস্থানে দক্ষ হয়ে উঠে। বর্তমান বিশ্ব প্রযুক্তির উপর ভর করে নানা রকম উন্নতি সাধন করেছে। কাজ করার সময়, লোকবল এবং কাজের ধরন অনেক পরিবর্তন এসেছে। এর সাথে আপনাকেও পরিবর্তিত রূপ ধারন করতে হবে। অর্থাৎ নিজেকে প্রযুক্তি নির্ভর অভিজ্ঞ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন। সর্বোপরি একজন বীমা কর্মী কর্মচাঞ্চল্য পরিস্থিতিকে কাজে লাগাতে শিখতে হবে। একজন বীমা কর্মীকে নিত্য নতুন এবং গঠনমূলক আইডিয়া তৈরি করতে হবে। যা নিজের এবং প্রতিষ্ঠানের উন্নতিতে ভূমিকা রাখবে।
তিন দিনব্যাপী বেসিক ট্রেনিং কোর্সে প্রধান ট্রেইনার ছিলেন বাংলাদেশ ইনষ্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্টের মো.মুশফিকুর করিম। সহযোগিতায় ছিলেন ট্রেনিং এক্সিকিউটিভ অফিসার সাইফ রহমান সাকিন। কোর্সে ৪০ জন বীমাকর্মী অংশগ্রহণ করেন।
Last Updated on September 25, 2023 10:40 pm by প্রতি সময়