দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় সড়কের দুই পার ভেঙ্গে এবং মাঝখানে ছোট বড় গর্ত ভোগান্তি বাড়িয়েছে পথচারি ও যানবাহন চালকদের। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর থেকে দুলালপুর হয়ে বালিনা যাতায়াতের মূল সড়কের এ বেহালদশার জন্য দুলালপুর ইউপি চেয়ারম্যান ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করলেন।
দুলালপুর-বালিনা সড়কের বেশির ভাগ অংশেই ছোট বড় গর্ত হয়ে আছে। গত ২/৩দিনের বৃষ্টিতে আরও খারাপ অবস্থা সড়কের। আবার বিভিন্ন অংশে সড়কের দুইপার ভেঙ্গে খালে ও পুকুরে বিলিন হয়ে গেছে। চালক ও যাত্রীরা সিএনজি অটো রিকশা ও ইজিবাইক থেকে নেমে আশপাশ থেকে মাটি ও ইট এনে গর্তে ফেলে যানবাহন পারাপার করছেন। আবার গর্তে পড়ে যানবাহনের ক্ষতিও হচ্ছে। পথচারিদের চলাচলেও সমস্যা হচ্ছে।
দুলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভ‚ইয়া বলেন, ‘উপজেলার বড়ধুশিয়া থেকে গোলাবাড়িয়া ও বালিনা খালপাড় হয়ে দুলালপুর-বালিনা এ সড়কটি সংস্কার কাজের জন্য আবদুল মতিন খসরু এমপি মহোদয় আড়াই কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতিতে সংস্কার কাজের বিলম্ব হচ্ছে।
সড়কের ঝুঁকি পূর্ণ অংশ প্রাথমিকভাবে সংস্কার করতে স্থানীয় ইউপি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আবহাওয়া উপযোগী হলে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 25, 2020 1:46 pm by প্রতি সময়