ছবি: ইন্টারনেট।।
লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে আরও এক বাংলাদেশি মারা গেছেন। তার নাম রাসেল মিয়া বিস্ফোরণ হওয়া বন্দরটির কাছেই একটি পেট্রোল পাম্পে কাজ করতো রাসেল। বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
এনিয়ে দেশটিতে ওই ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন।তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি (২৫) ও মো. রাসেল (২২). মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল।
বুধবার (৫ আগস্ট) রাতে গণমাধ্যমে এ তথ্য জানান লেবাননে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত চারজন মারা গেছে এবং এটি বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। মৃতদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা করছি। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে স্বাস্থ্য, শ্রমসহ আরও কয়েকটি মন্ত্রণালয় ও এজেন্সি থেকে অনুমতি নিতে হয়।এটি করতে ১০ দিনের মতো সময় লাগতে পারে।’
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী বৈরুতের বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটে।এতে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। ভয়াবহ বিষ্ফোরনে নিহতের সংখ্যা ১৩৫জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন চার হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা থাকায় হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।বলে আশঙ্কা করা হচ্ছে।
Last Updated on August 6, 2020 5:51 am by প্রতি সময়