বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর কুমিল্লায় সংক্রমনঝুঁকি বা মৃত্যুর ভয়ে প্রিয়জনের লাশ কাঁধে নিতে এবং কবরস্থানে গিয়ে দাফনের কাজটি যখন স্বজনরা সম্পাদন করার সাহস পাচ্ছিল না, ঠিক সেই সময়ে এই ভয় জয় করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছিল সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবি সংগঠন ‘বিবেক’।
ধর্মবর্ণ, দলমতের উর্ধ্বে থেকে জীবনবাজী রেখে সংগঠনটি কেবল লাশ দাফনই নয়, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, ফ্রি অক্সিজেন সেবা, করোনা আক্রান্ত রোগীর জন্য ওষুধ, খাবার সরবরাহ এবং প্লাজমা ডোনেটের মতো মানবিক কাজটিও করেছে।
‘নো মোর হিউম্যান ক্রাই’ এ শ্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ৩০ মার্চ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানবিকতার অনন্য নজির স্থাপন করা স্বেচ্ছাসেবি সংগঠন ‘বিবেক’ করোনাকালের এক বছর পার করলো।
কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে মাত্র ১২জন যুবক নিয়ে শুরু করা এ সংগঠনে এখন মানবিক কাজে যুক্ত রয়েছে শতাধিক যুবক।
বর্তমানে কেবল করোনাভাইরাস সংশ্লিষ্ট বিষয় নয়, ‘বিবেক’ এখন সমাজের অসহায়, দুস্থ মানুষের ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সংগঠনটির পরিচালনায় ‘বিবেক আল আবরার’ নামক একটি মাদরাসা প্রতিষ্ঠা করে অসহায় হতদরিদ্র পরিবারের সন্তানদের সম্পূর্ণ বিনামূল্যে ধর্মীয় শিক্ষার আলোয় দ্বীনের খাদেম তৈরি করা হচ্ছে।
করোনা ভাইরাস ঘিরে মানবিক বিপর্যয়ের এক কঠিন সময়ে প্রতিষ্ঠিত ‘বিবেক’ এর এক বছর পূর্তি পালন হয়েছে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে।
বুধবার (৩১ মার্চ) কুমিল্লা নগরীর উত্তর চর্থায় সৈয়দবাড়ি সংলগ্ন বিবেক কার্যালয় প্রাঙ্গণে সকালে ‘বিবেক আল আবরার’ মাদরাসার ১২৫জন ক্ষুদে শিক্ষার্থীর সম্মিলিতভাবে পবিত্র কালামে পাক থেকে পাঠ, দোয়া, মিলাদ এবং মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, নগরীর রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকদের নিয়ে দুপুরে মধ্যান্থভোজের আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবি সংগঠন ‘বিবেক’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু বলেন ‘গত এক বছর ‘বিবেক’ অসহায় মানুষের পাশে ছিলো,ঠিক তেমনি আগামী দিনগুলোতেও আমরা মানবিকতার হাত প্রসারিত করে মানুষের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত আর সকলের দোয়াই আমাদের এই পথ চলার অনুপ্রেরণা।’
Last Updated on March 31, 2021 10:58 pm by প্রতি সময়