কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সিদলাই গ্রামের মৃত শাহআলমের ছেলে মোঃ মালু মিয়া (৩৮) নামে একজনকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
এ ব্যাপারে মোঃ মালুমিয়ার স্ত্রী বাদী হয়ে বুধবার (১৭ জানুয়ারি) ব্রাহ্মণপাড়া থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণপাড়া থানার উত্তর চান্দলা গ্রামের মোঃ পারভেজ (২৪) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কোদালিয়া গ্রামের মোঃ মারুফ হোসেন (২০)।
মামলার অপর আসামিরা হলেন ব্রাহ্মণপাড়া থানার রামচন্দ্রপুর গ্রামের রেনু খার ছেলে ইমরান হোসেন (৩০), একই এলাকার দেউস গ্রামের মোঃ আলীর ছেলে মোঃ রাব্বি (২০) এবং গঙ্গানগর গ্রামের মৃত তৈয়ব আলী সরদারের ছেলে আবুল হোসেন (৪৫)।
থানা ও এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা টানা ব্রিজ এলাকা হতে মোঃ মালুমিয়া কে অপহরণ করে অটোরিকশাযোগে শশীদল ইউনিয়নের আবুল হোসেনের বাড়িতে নিয়ে আটক করে রাখে। মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা এনে দিতে বলে। টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করে এবং একপর্যায়ে ৪০ হাজার টাকায় মুক্তি দিতে রাজি হয় অপহরণোকারীরা।
মালুমিয়া তার স্ত্রীর কাছে ফোন দিয়ে ৪০ হাজার টাকা বিকাশ করতে বললে তার স্ত্রী এর মধ্যে ১০ হাজার টাকা বিকাশে প্রেরণ করে এবং বাকি ৩০ হাজার টাকা পরে দেবেন বলে তাদের জানান।
মালু মিয়ার স্ত্রী এক পর্যায়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি দল শশীদল সালদা নদী রেল স্টেশনের পাশে সালদা স্টোরের বিকাশ এজেন্ট থেকে ১০ হাজার টাকা তোলার সময় পুলিশ মোঃ পারভেজ ও মোঃ মারুফ হোসেনকে গ্রেফতার করে। পুলিশ তাদের তথ্যের ভিত্তিতে আবুল হোসেনের বসতবাড়ি হতে মোঃ মালুমিয়া কে উদ্ধার করে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ বলেন, অপহরণকারী বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Last Updated on January 17, 2024 9:20 pm by প্রতি সময়