সভায় মাদক ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
এসময় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মহিউদ্দিন মুবিন, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোস্তাফিজুর রহমান খান, অধ্যক্ষ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যানদের মধ্যে আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন, আতিকুর রহমান রিয়াদ, সাইফুল ইসলাম আলাউল আকবর, মো. জহিরুল হক, আনিসুর রহমান ভূইঁয়া রিপন, ইসমাইল হোসেন (ভারপ্রাপ্ত), ওমর ফারুক উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় সমাজসেবা কর্মকর্তা কবির আহাম্মেদ, সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাছান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুস সালাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এবিএস মুসা মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াছমীন, শশীদল ও সালদানদী (বিওপি) কমান্ডার, বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পশ্চিম বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজল চন্দ্র সরকারসহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।