কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সুজন। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন সরকার।
উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল হান্নান, কুমিল্লা দঃ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট আবদুল আলীম খান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী ফোরকান আহম্মেদ সবুজ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলজার হোসেন মাস্টার, আবুল কাশেম আর্মি, জসিম উদ্দিন জসিম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজল সরকার, কবির আহমেদ ভূইয়াসহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতাকর্মীরা।
Last Updated on April 25, 2023 9:12 pm by প্রতি সময়