কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিএনপি-জামাতের আগুন-সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল শান্তি মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরীর সভাপতিত্বে ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য কাজী ফোরকান আহাম্মেদ সবুজের সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জমির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম টিটু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহ আলম ঠিকাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাত এখন আগুন সন্ত্রাসে মাঠে নেমেছে। তারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে। কিন্তু আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনেই হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচনে কে আসলো কে আসলো না তা দেখার সময় নাই। আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করবে।
এসময় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল জলিল মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সিদলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মশিউল আলম সোহাগ, শশীদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাদেক আহম্মেদ, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোজাম্মেল হক মাষ্টার, যুগ্ম আহবায়ক আবুল ফরহাদ ভূইয়া, মালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম জিকু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক, সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ডাঃ জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, কৃষকলীগের সভাপতি মজিবুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন বাপ্পীসহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Last Updated on November 14, 2023 7:02 pm by প্রতি সময়