কুমিলার ব্রাহ্মণপাড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্বা কমপ্লেক্সে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণপাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা আব্দুল মুবিন আখন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ জাহের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা মাজহর রহমান, মাওলানা এ এস এম নূর মুহাম্মদ, মাওলানা ওয়ালী উল্লাহ ফয়েজী, মাওলানা মুবারক হোসেন, মাওলানা আবু কাউসার রেজভীসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্রাহ্মণপাড়া শাখার সকল সদস্যসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।
অনুষ্ঠানে ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন মাওলানা আবু তাহের বকশী।
Last Updated on April 8, 2023 10:27 pm by প্রতি সময়