কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাইয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র ইয়াছিন।
সে সিদলাই ৮নং ওয়ার্ডের ওহাব আলীর বাড়ীর আব্দুল কুদ্দুসের ছেলে।
তবে কি কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে পরিবারের কেউই স্পষ্ট করে বলতে পারছে না।
স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত ঘটনায় হতাশা বা মানসিক দুশ্চিন্তা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
সোমবার দিবাগত রাত ৩টায় ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
থানা সূত্রে জানা যায়, ইয়াছিন প্রতিদিনের ন্যায় ঘরের ভেতর তার ছোট ভাইয়ের সাথে ঘুমাচ্ছিল। রাত ৩টায় তার ছোট ভাই হঠাৎ ঘুম থেকে উঠে দেখে তার ভাই তীরের সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে। তখন সে তার পাশের রুমে থাকা মা বাবাকে চিৎকার করে ডাকতে থাকলে তারা ছুটে এসে দেখে ইয়াছিন ঝুলে আছে। তখন ঝুলন্ত অবস্থা থেকে লাশ নামিয়ে থানা পুলিশকে খবর দিলে সকালে থানার এসআই শিশির ঘোষ সঙ্গীয় ফোর্স লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
Last Updated on June 6, 2023 10:12 pm by প্রতি সময়