কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
রবিবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীর নাম মেহেদী হাসান রানা (২৬)। সে ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
সোমবার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল জানান রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করে সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া (পূর্বপাড়া) গ্রামের জলিল মেম্বারের বাড়ির মেহেদী হাসান রানার বসতঘর হতে ৮ কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর পর সোমবার তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
Last Updated on June 12, 2023 9:52 pm by প্রতি সময়