কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযানে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রাম থেকে ১৬ কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করেছে।
বুধবার (২১ জুন) বিকেলে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেলের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ সৌরভ হোসেন ও সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ওই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা একটি লাগেজের ভেতর থেকে প্যাকেট ভর্তি ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার পানিয়ারুপ গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সাব্বির (২৬), একই এলাকার মাদলা গ্রামের মেহেদী হাসান নাদিমের স্ত্রী বিথী আক্তার (২১) এবং ব্রাহ্মণপাড়া থানার তেতাভূমি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মীম আক্তার( ২৩)।
বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়।
Last Updated on June 22, 2023 8:33 pm by প্রতি সময়