কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় স্বপন আহমেদ নামে এক গার্মেন্টস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মোফাজ্জল হোসেন সোহেল নামের আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলের ভাল্লক নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, স্বপন একজন নিহত হয়েছেন এবং মোফাজ্জল হোসেন সোহেল নামে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের ভাই আক্তার হোসেন বলেন, শনিবার দুপুরে পূর্বপরিকল্পিতভাবে আমার চাচাতো ভাই মোফাজ্জল হোসেন সোহেলের সাথে গঙ্গানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে আবুল হোসেনের কথা কাটাকাটি হয়। এ সময় আমার ছোট ভাই গার্মেন্টস ব্যবসায়ী স্বপন আহমেদ বিষয়টি জানতে চাইলে আবুল হোসেনের ভাই দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, উজ্জ্বল মিয়াসহ অন্যান্যরা ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে স্বপন ও সোহেলকে গুরুতর আহত করে। পরে আমরা খবর পেয়ে তাদের উদ্ধার করে কুমিল্লায় হসপিটালে নেওয়ার পথে স্বপন মারা যায়। আশংকাজনক অবস্থায় সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
Last Updated on November 2, 2024 9:21 pm by প্রতি সময়