বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ চৌদ্দগ্রামের নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি তাবলিগের তালিম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ কুমিল্লা নগরীতে ৫০ হাজার টাকা জরিমানা গুনলো টপ টেন মার্ট ও হোম স্টপ জাবিরের কবিতা ‘ডাক এসেছে’ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন ব্রাহ্মণপাড়ায় রান্নার আগুনে দগ্ধ গৃহবধূকে বাঁচানো গেলোনা ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে : ড. বদিউল আলম মজুমদার কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান সফলভাবে শেষ হলো কুমিল্লা আইডিয়াল কলেজের তিন দিনব্যাপী কক্সবাজার শিক্ষাসফর কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ঘটনাটি সন্দেহজনক কুমিল্লায় গ্যাস সংকট : এলপিজি সিলিন্ডার ও ইলেকট্রিক চুলায় প্রতিমাসে বাড়তি খরচ সদর দক্ষিণে শিশু নাবিলাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মেহরাজের মৃত্যুদণ্ড কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ দুইজন আটক কুবিতে রকিব-মাসায়িদের নেতৃত্বে টাঙ্গাইলের বন্ধন প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা জেলা কমিটির পরিচিতি সভা কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে আট বছরে ১২ খুন কুমিল্লায় ডিসেম্বরে সাত খুন সহ ৩৯৯টি বিভিন্ন অপরাধের ঘটনায় মামলা

ব্রাহ্মণপাড়ায় গৃহবধুর আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ

মো. আবদুল আলীম খান, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ দেখা হয়েছে

পাঁচ বছরের দাম্পত্য জীবনে আড়াই বছরের ফুটফুটে কন্যা সন্তান জান্নাতকে ঘিরেই সব যন্ত্রনা ভুলে যেতে চেয়েছিলেন জেসমিন । সংসার জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে যৌতুকের দাবি তুলে স্বামীর নির্যাতন আর শ্বশুর বাড়ির লোকজনের অনাদর অবহেলায়। এতোসব যন্ত্রণার মধ্যেও স্বামীর সঙ্গে সংসার করতে চেয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া গ্রামের মৃত জজু মিয়ার মেয়ে জেসমিন আক্তার। কিন্তু স্বামীর দ্বিতীয় বিয়ের খবর আর চলে আসা নির্যাতন বাঁচতে দিল না জেসমিনকে। দিনে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে সব অত্যাচার, নির্যাতন ও মানসিক যন্ত্রণার সমাপ্ত ঘটিয়ে রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন জেসমিন। কী কারনে এই আত্মহত্যা! এর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

ঘটনাটি গত বুধবার (১৮ অক্টোবর) রাতে ঘটলেও এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় শুক্রবার।

 

ঘটনার বিষয়ে নিহত জেসমিনের ভাই আবুল বাশার জানায়, পাঁচ বছর আগে ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের দক্ষিণ সিদলাই (গোলাবাড়িয়া) গ্রামের আবু জাহেরের ছেলে আক্তার হোসেনের সঙ্গে বিয়ে হয় জেসমিনের। জান্নাত আক্তার নামে আড়াই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে তাদের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামীর নির্যাতন ও শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচার অবহেলা চলতো। ঘটনার দিন বুধবার সকালে জেসমিন তার শিশু কন্যাকে নিয়ে শ্বশুর বাড়িতে গেলে তার শাশুড়ি তাকে গালমন্দ করে এবং তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে এটি জানিয়ে জেসমিনকে বাড়ি থেকে বের করে দেয়। জেসমিন বাড়িতে এসে তার স্বামীর সঙ্গে দীর্ঘক্ষণ মোবাইল ফোনে কথা বলে। এদিন রাত দশটার দিকে সবার অগোচরে জেসমিন গলায় ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

আবুল বাশার আরো জানান, তার বোন জেসমিনের আত্মহত্যার খবর পেয়েও স্বামীসহ শ্বশুর বাড়ির কেউ লাশ দেখতেও আসেনি। পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে নিহত জেসমিন আক্তারের লাশ বৃহস্পতিবার বিকেলে তাকে দাফন করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় অপমৃত্যু মামলা করে পুলিশ।

 

তিনি অভিযোগ করেন, যৌতুক দাবি ও স্বামীর দ্বিতীয় বিয়ের ঘটনা এবং মোবাইল ফোনে তার স্বামীর কোন আচরণে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়।

 

ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, কেউ তো আত্মহত্যা এমনিতেই করে না, এর পেছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। আমরা তা খতিয়ে দেখছি ।

Last Updated on October 21, 2023 11:50 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102