পাঁচ বছরের দাম্পত্য জীবনে আড়াই বছরের ফুটফুটে কন্যা সন্তান জান্নাতকে ঘিরেই সব যন্ত্রনা ভুলে যেতে চেয়েছিলেন জেসমিন । সংসার জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে যৌতুকের দাবি তুলে স্বামীর নির্যাতন আর শ্বশুর বাড়ির লোকজনের অনাদর অবহেলায়। এতোসব যন্ত্রণার মধ্যেও স্বামীর সঙ্গে সংসার করতে চেয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া গ্রামের মৃত জজু মিয়ার মেয়ে জেসমিন আক্তার। কিন্তু স্বামীর দ্বিতীয় বিয়ের খবর আর চলে আসা নির্যাতন বাঁচতে দিল না জেসমিনকে। দিনে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে সব অত্যাচার, নির্যাতন ও মানসিক যন্ত্রণার সমাপ্ত ঘটিয়ে রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন জেসমিন। কী কারনে এই আত্মহত্যা! এর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাটি গত বুধবার (১৮ অক্টোবর) রাতে ঘটলেও এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় শুক্রবার।
ঘটনার বিষয়ে নিহত জেসমিনের ভাই আবুল বাশার জানায়, পাঁচ বছর আগে ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের দক্ষিণ সিদলাই (গোলাবাড়িয়া) গ্রামের আবু জাহেরের ছেলে আক্তার হোসেনের সঙ্গে বিয়ে হয় জেসমিনের। জান্নাত আক্তার নামে আড়াই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে তাদের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামীর নির্যাতন ও শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচার অবহেলা চলতো। ঘটনার দিন বুধবার সকালে জেসমিন তার শিশু কন্যাকে নিয়ে শ্বশুর বাড়িতে গেলে তার শাশুড়ি তাকে গালমন্দ করে এবং তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে এটি জানিয়ে জেসমিনকে বাড়ি থেকে বের করে দেয়। জেসমিন বাড়িতে এসে তার স্বামীর সঙ্গে দীর্ঘক্ষণ মোবাইল ফোনে কথা বলে। এদিন রাত দশটার দিকে সবার অগোচরে জেসমিন গলায় ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আবুল বাশার আরো জানান, তার বোন জেসমিনের আত্মহত্যার খবর পেয়েও স্বামীসহ শ্বশুর বাড়ির কেউ লাশ দেখতেও আসেনি। পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে নিহত জেসমিন আক্তারের লাশ বৃহস্পতিবার বিকেলে তাকে দাফন করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় অপমৃত্যু মামলা করে পুলিশ।
তিনি অভিযোগ করেন, যৌতুক দাবি ও স্বামীর দ্বিতীয় বিয়ের ঘটনা এবং মোবাইল ফোনে তার স্বামীর কোন আচরণে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, কেউ তো আত্মহত্যা এমনিতেই করে না, এর পেছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। আমরা তা খতিয়ে দেখছি ।
Last Updated on October 21, 2023 11:50 pm by প্রতি সময়