কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে চলাচলের একটি রাস্তা বন্ধ করে দেওয়ায় ৩০ পরিবারের লোকজন বিপাকে পড়েছেন।
স্থানীয়রা জানান, কোন কারণ ছাড়াই দুলালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম খুঁটি গেড়ে বাঁশ ও কঞ্চি দিয়ে বেড়া তৈরি করে রাস্তাটি দিয়ে চলাচল সুবিধা বন্ধ করে দেওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে অন্তত ৩০ পরিবারের লোকজন ভোগান্তিতে পড়েছেন।
রাস্তাটি ব্যবহারকারী ওই গ্রামের লোকজন আরো বলেন, রাস্তাটি এভাবে বন্ধ করে দেওয়ায় তাদেরকে অন্য আরেকটি রাস্তা দিয়ে ঘুরে বের হতে হচ্ছে, যা খুবই কষ্টকর। ভুক্তভোগীরা রাস্তাটি চলাচলের জন্য অবমুক্তের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যপারে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন- এটা রাস্তা না, এটা আমাদের নিজস্ব জায়গা। আমার জায়গায় আমি বেড়া দিয়েছি। এতে কার কী ? আমি রাস্তা দেবো না।
দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ভূইয়া রিপন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন জনপ্রতিনিধি হয়ে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন না। বিষয়টির সঠিক তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা হবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ বলেন, বিষয়টি আমি জানি না। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Last Updated on November 13, 2023 7:30 pm by প্রতি সময়