আর মাত্র কয়েক দিন পর পবিত্র ঈদ উল আযহা।এরই মধ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অস্থায়ী হাটগুলোতে জমে উঠেছে কোরবানীর পশুর হাট।ছোট-বড় মাঝারি গরুতে হাট গুলো ঠাসা হলেও ছোট ও মাঝারি সাইজের গরুর দাম চড়া।
রবিবার বিকালে ব্রাহ্মণপাড়া সাহেবাবাদ গরুর হাট ঘুরে দেখা যায়, বাজারে বিক্রেতারা সারি সারি গরু বেধে রেখেছে। তবে দাম বেশি হওয়ায় ক্রেতারা দর কষাকষি করছে। গরু কিনতে হাটে আসা মো. আব্দুল জলিল ও আনোয়ার হোসেন আনু সর্দার বলেন, ঈদের এখনও কিছুদিন বাকী রয়েছে। তাই এখন গরু দেখতে এসেছি। দামে দরে মিললে হয়তা কিনেও নিতে পারি। গরু বিক্রেতা মো. আবু হানিফ বলেন, এখনও বাজারে গরু বেচা কিনা তেমন হচ্ছে না। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে গরু বেচা কেনা জমবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও এবারের ঈদে ভারতীয় গরু না আসলে দেশীয় গরুর খামারিরা লাভবান হবে বলে তিনি জানান।
ব্রাহ্মণপাড়া বাজারের ইজারাদার মো. দেলোয়ার হোসেন বলেন, ঈদ যত ঘনিয়ে আসছে তত বাজার জমে উঠছে। এবার খাদ্যের দাম একটু বেশি হওয়ায় গরুর দাম একটু বেশি।
Last Updated on June 25, 2023 10:02 pm by প্রতি সময়