জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি পালন করছে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গসংগঠন উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরআগে একটি শোক র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারীর পরিচালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল মুমিন ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম টিটু, প্রচার সম্পাদক আমজাদ হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক শাহ আলম। এসময় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল জলিল মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সিদলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মশিউল আলম সোহাগ, শশীদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছাদেক আহম্মেদ, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোজাম্মেল হক মাষ্টার, যুগ্ম আহবায়ক আবুল ফরহাদ ভূইয়া, মালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম জিকু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল হক, সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ডা: জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, কুমিল্লা স্বেচ্ছাসেবকলীগের সদস্য এডভোকেট আবদুল আলীম খান, যুবলীগ নেতা ফোরকান আহমেদ সবুজসহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মাসুদ ভূইয়া। অনুষ্ঠান শেষে গণভোজের আয়োজন করা হয়।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া উপজেলায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওয়ালী উল্লাহ ফয়েজী।
এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। এসময় সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মহিউদ্দিন মুবিন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও হাজী নুরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোস্তাফিজুর রহমান খান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুুবুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইজমাল হাছান, মৎস্য কর্মকর্তা জয় বণিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাসান, প্রকৌশলী আব্দুর রহিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত সকল শহীদদের রুহের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মাসুদ ভূইয়া।
Last Updated on August 15, 2023 10:58 pm by প্রতি সময়