‘সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বাহ্মণপাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে জাতীয় সমবায় দিবসের একটি র্যালি ব্রাহ্মণপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সমবায়ের সুফলতার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা মাসুদ রানা, সমবায় কর্মকর্তা মাইনউদ্দিন, ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আবদুস সামাদ, পূর্ব ব্রাহ্মণপাড়া কৃষক সমবায় সমিতির ম্যানেজার আক্তার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহালক্ষীপাড়া সমবায় সমিতির সভাপতি এনামুল হক সুমন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানা পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, কবির আহাম্মদ, মোঃ জামাল হোসেন, গাজী আব্দুল হান্নান, নজরুল ইসলাম সুমন, গাজীউল হক, আব্দুল খালেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় সমিতির সদস্যগণ।
Last Updated on November 4, 2023 6:58 pm by প্রতি সময়