কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহিণী মারা গেছেন।
রবিবার দুপুরে বুড়িচং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মনোয়ারা বেগম ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকার মরহুম সুন্দর আলী চেয়ারম্যান বাড়ির কমল মিয়ার স্ত্রী। তার তিনটি সন্তান রয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত শনিবার জ্বর ও বাতের ব্যথাজনিত সমস্যা নিয়ে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। একদিন পর তিনি মৃত্যুবরণ করেন।
Last Updated on August 6, 2023 9:22 pm by প্রতি সময়