কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গুজ্বরে হাসান নামে এক মানসিক প্রতিবন্ধী তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত হাসান ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর (দক্ষিণপাড়া) গ্রামের বাছির মুন্সির বাড়ির মো.
নুরুল ইসলামের ছেলে।
নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন পূর্বে হাসানের জ্বর হয়। স্বাভাবিক জ্বর ভেবে গুরুত্ব না দিয়ে চলছিল চিকিৎসা। জ্বর না কমায় গত ২৫ আগষ্ট তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রিপোর্টে তার ডেঙ্গু পজিটিভ আসে।
পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Last Updated on September 2, 2023 8:40 pm by প্রতি সময়