কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি অটক হয়েছে।
রোববার (১৭ মার্চ) মধ্যরাতে অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কল্পবাস গ্রাম থেকে মাদক কারবারিদের আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলো- কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার কল্পবাস গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. মনির হোসেন ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নয়ানগর গ্রামের আব্দুল বাছেদের ছেলে শরিফ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতেএসআই ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের আটক মনিরের বাড়ির সামনে থেকে বস্তায় মোড়ানো ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মনির হোসেন ও তার সঙ্গী শরিফকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, সোমবার সকালে আটক দুই আসামিকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Last Updated on March 18, 2024 7:48 pm by প্রতি সময়