কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ।
রোববার (১২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম পাশের বাগান থেকে তাদের আটক করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে রোববার ( ১২ নভেম্বর ) মধ্যরাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুরে অভিযান পরিচালনা করেন পুলিশের একটি দল। এ সময় মাধবপুর ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম পাশের বাগানে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ একটি ডাকাত দলকে তাড়া করে পুলিশ। এ সময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশ। ডাকাত দলের বাকি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটকরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকার মৃত দুধু মিয়ার ছেলে মোঃ আলমগীর হোসেন (৪২) একই এলাকার শফিকুল ইসলাম প্রকাশ স্বপনের ছেলে সাইফুল ইসলাম জাহাঙ্গীর।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, আমরা খবর পাই উপজেলার মাধবপুর এলাকায় একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ওই ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়। আজ সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
Last Updated on November 13, 2023 8:08 pm by প্রতি সময়