কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসে কর্মরত দুই লাইনম্যানের ওপর হামলার ঘটনায় অবশেষে তিন জনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার বিকেলে ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পল্লী বিদ্যুতের ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের এজিএম মো. আজাহারুল ইসলাম বাদি হয়ে আবির, জুয়েল মিয়াসহ তিন জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-২ এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের অধীনে ষাইটশালা অভিযোগ কেন্দ্রের দায়িত্বে থাকা মোঃ বেলায়েত হোসেন ও কাজী মো. শফিউল্লাহ গত ১৯ জুলাই উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রামের খোকনের বাড়ির মো. জুয়েল মিয়ার ব্যবহৃত মিটার সমস্যা থাকায় তার অভিযোগের প্রেক্ষিতে পরিবর্তন করতে গিয়ে হামলার শিকার হন।
Last Updated on July 26, 2023 10:51 pm by প্রতি সময়