কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহীম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩অক্টোবর) ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইব্রাহীম একই উপজেলার চান্দলা গ্রামের প্রবাসী মো. আল আমিনের একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে এসেছিলো। ঘটনার দিন সকালে বাড়ির আঙ্গিনায় খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা ও বাড়ির লোকজন। কোথাও না পেয়ে বাড়ির পুকুরের পানিতে ইব্রাহীমকে ভাসতে দেখেন তাঁরা।
পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন।
Last Updated on October 23, 2023 9:01 pm by প্রতি সময়