কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে জুয়া খেলায় বাধা দেওয়ায় থানার দুই পুলিশের ওপর হামলা করেছে জুয়াড়িরা। শনিবার বিকেলে চান্দলা বাজারে এ ঘটনা ঘটে। হামলায় থানার এএসআই বোরহান উদ্দিন ও কনস্টেবল সোহেল রানা আহত হয়ে ব্রাহ্মনপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে চান্দলা বাজারে তিন দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। বাজারের পাশে খোলা মাঠে জুয়ার আসর বসেছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এএসআই বোরহান উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়। অভিযানে এক জুয়াড়িকে আটক করার চেষ্টাকালে অপর জুয়াড়ি লোকমান ও তার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলা থেকে বাঁচার জন্য পুলিশ সদস্যরা চান্দলা ইউনিয়ন পরিষদে প্রবেশ করলে হামলাকারীরা সেখানেও তাদের ওপর চড়াও হয়।
খবর পেয়ে ব্রাহ্মনপাড়া থানা পুলিশের অন্যান্য সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, জুয়া খেলায় বাধা দেওয়ায় পুলিশের হামলার ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Last Updated on April 16, 2023 10:44 pm by প্রতি সময়