কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো সপ্তম শ্রেণীর এক ছাত্রী।
বুধবার (৬ ডিসেম্বর) বিকালে ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই বিয়ে বন্ধ করে দেয় এবং মেয়ের পিতাকে ২৫ হাজার টাকা জরিমানা করে।
জানা যায়, বুধবার বিকালে ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ের বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল পরিবারের লোকজন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ির আনোয়ার হোসেনের মেয়ের বিয়ের বিষয়টি নিশ্চিত হোন।
প্রশাসনের খবর নিয়ে নিশ্চিত হয় যে মেয়েটি স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ও বয়স ১৪ বছর। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাৎক্ষণিক বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ছাত্রীর পিতাকে বাল্যবিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা এবং মেয়েকে বাল্যবিয়ে না দেবার শর্তে মুচলেকা নেওয়া হয়।
Last Updated on December 6, 2023 7:50 pm by প্রতি সময়