গত কয়েকদিনের বৃষ্টিপাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রীষ্মকালীন সবজির ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চাষিরা।
শ্রাবনের শেষসময়ের বর্ষণে ব্রাহ্মণপাড়ার অনেক জমিতে এখনো পানি জমে আছে, তলিয়ে গেছে নিচু এলাকার জমি। এসব জমিতে চাষ করা হয়েছিল গ্রীষ্মকালীন ফসল। এর মধ্যে লালশাক, পুইশাক, করলা, শশা, জিংগা, চালকুমড়া, মিষ্টি কুমড়া, কইড়া, লাউ, পটল, দেড়শ, ফুলকপি, পুইশাকসহ বিভিন গ্রীষ্মেকালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
কৃষি কর্মকর্তা ও কৃষকেরা জানিয়েছেন, বৃষ্টিপাতে রোপা আমন ধানের ভালো হবে এবং ফলনও চমৎকার হবে। তবে ধান বাদে গ্রীষ্মের বিভিন্ন শাক সবজির ক্ষতি হতে পারে। ক্ষতি হতে পারে আগাম জাতের মুলা ও টমেটোর।
ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, এবার ৪ শতক জমিতে আগাম পুঁইশাক, লালশাক ও দেড়শের চাষ করেছি, ফসল অনেকটা নষ্ট হয়েছে। এ ভাবে আরও দু একদিন বৃষ্টি হলে ফসল পুরোপুরি নষ্ট হয়ে যাবে।
চান্দলা গ্রামের চাষি আজাদ বলেন, আগাম জাতের সবজির বীজতলা তৈরি করেছিলাম কয়েক দিনের বৃষ্টির কারনে বীজতলা নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ‘উপজেলার শশীদল ইউনিয়নের কিছু রোপা আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে। পানি যথাসময়ে সরে গেলে বীজতলার তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই। এছাড়া উপজেলার অন্যান্য এলাকায় বৃষ্টির কারণে সবজির কিছুটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।’
Last Updated on August 11, 2023 9:37 pm by প্রতি সময়