কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উত্তর তেঁতাভূমি গ্রামের তারেক রাজা চৌধুরী বাড়ি সড়কের ওপর নির্মিত সেতুর মাঝ বরাবর ভেঙ্গে বেরিয়ে পড়েছে লোহার রড। এতে সৃষ্টি হয়েছে বড় আকারের গর্ত। সেতুর নিচের অংশের পলেস্তরাও খসে পড়ছে। কোন যানবাহন উঠলেই সেতুটি কেঁপে ওঠে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ভাঙ্গা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
কখনো কখনো অটোরিকশা ঝুঁকি নিয়ে ভাঙ্গা স্থান পার হয়ে থাকে। আবার শিক্ষার্থীসহ এলাকার লোকজনদের ঝুঁকি নিয়ে ভাঙ্গা সেতু পার হতে হচ্ছে। যেকোন মুহূর্তে সেতুটির ভাঙ্গা স্থানে যানবাহন বা পথচারী পড়ে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
গ্রামের মানুষের যোগাযোগে আর কোন বিকল্প পথ না থাকায় সেতুটি সংস্কার করে মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবের দাবী জানিয়েছেন স্থানীয়রা।
তেঁতাভূমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ভাঙ্গা সেতু পার হয়েই তারা বিদ্যালয়ে যায়। তবে সেতুটি পার হতে ভয় লাগে। সেতুর মাঝের ভাঙ্গা অংশে যানবাহন ঠেলে পার করে দিতে হয়।
অটোরিকশা চালকরা জানান, সেতু ভেঙে গেলেও করার কিছু নেই। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ভাঙা সেতু পারাপার করতে হয় গাড়ি নিয়ে।
দীর্ঘদিন ধরে সেতুটির এমন বেহাল দশা চললেও সংস্কারের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। তবে ব্রাহ্মণপাড়া উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মুহাম্মদ আবদুর রহিম বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে মেরামতের প্রস্তাব পেয়ে সেতুটি পরিদর্শন করেছি। সেতুটি সংস্কারের বিষয়টি অনুমোদিত হয়েছে। আশা করছি খুব শীঘ্রই সেতু সংস্কারের কাজ শুরু হবে। এতে মানুষের দুর্ভোগ লাঘব হবে।
Last Updated on September 23, 2023 3:54 pm by প্রতি সময়