কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর ) ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স ম আজহারুল ইসলাম ওই অভিযানে নেতৃত্ব দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা বাজারের রেজাউল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত দামে সার-বীজ বিক্রয় এবং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কৃষি বিপণন আইন অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
একই দিন অপর অভিযানে বাজারের অপর একটি প্রতিষ্ঠানকে ফুটপাথে এলপিজি গ্যাস সিলিন্ডার রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে সতর্কতা ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।
Last Updated on November 25, 2023 8:28 pm by প্রতি সময়