
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামে হাজী আব্দুল আলীম ফিশারির একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
বুধবার গভীর রাতে পুকুরে বিষ দেওয়ার ঘটনাটি ঘটেছে।
ফিশারির মালিক মো: আকরামুল ইসলাম জানান, মাছের সঙ্গে এ ধরনের শত্রুতা কারা কেন করেছে তা জানিনা। তিন বছর আগেও একই ঘটনা ঘটিয়েছিল দুর্বৃত্তরা। আমি বুঝতে পারছি না, কেন বার বার আমার ক্ষতি করা হচ্ছে। এবারে আমার একটি পুকুরের বিভিন্ন প্রজাতির প্রায় ১৫ লাখ টাকার মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে।
আমি প্রশাসনের কাছে এঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি।