মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে এক ছাত্রকে আটকের ঘটনা কেন্দ্র করে টাস্কফোর্স টিমের সঙ্গে স্থানীয় লোকজনের বাক বিতন্ডা ও পরে ইটপাটকেল ছোড়ায় বিজিবির গুলিতে ছয় জন আহত হয়েছে।
রবিবার রাত সাড়ে আটটার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এঘটনা ঘটে। আটক ছাত্রকে রাত আড়াইটায় ছেড়ে দেয় প্রশাসন।
উপজেলা প্রশাসন, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গানগর এলাকার ভারত সীমান্তের ২০৫৬ পিলার এলাকা থেকে রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) কাউসার হামিদ, বিজিবি, আনসার, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে একটি মাদক বিরোধী টাক্সফোর্স অভিযান চালায়। এ সময় গঙ্গানগর গ্রামের আবুল হোসেনের ছেলে মাইন উদ্দিনকে মাদক ব্যবসায়ী সন্দেহে আটক করে ফেরার পথে এলাকাবাসী টাস্কফোর্স টিমকে বাধা দেয় এবং জানায় সে ছাত্র, তাকে কেন আটক করা হয়েছে। এসব স্থানীয়দের সঙ্গে টাস্কফোর্স টিমের বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন ইটপাটকেল ছুঁড়লে প্রশাসনের নির্দেশে বিজিবি ১৮ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে গ্রামের ছয়জন আহত হয়। আহতরা হলেন- গঙ্গানগর গ্রামের অটোচালক রবিউল, তানজিনা আক্তার, কুলসুম বেগম, রবিউল্লাহ, রেলওয়ের শ্রমিক সুমন মিয়া, সিরাজুল ইসলাম।
ব্রাহ্মণপাড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানের সময় মাইনুদ্দিনকে আটক করা হয়। এ সময় তাকে নিয়ে ফেরার সময় ৬০/৭০জন লোক অভিযানে আমক্রমন চালায়। এ সময় ম্যাজিস্ট্রেটের নির্দেশে বিজিবি ১৮ রাউন্ড গুলি ছুঁড়ে। রাত আড়াইটার দিকে আটক মাইন উদ্দীনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।
এদিকে ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল জানান, বিজিবির হাবিলদার মোঃ শফিউল রহমান বাদী হয়ে অজ্ঞাত ৬০/৭০ জনের নামে মামলা করেছে।
Last Updated on June 26, 2023 9:21 pm by প্রতি সময়