সরকারি খালের উপর অবৈধভাবে নির্মিত দোকানপাট নির্দেশনার এক মাসের মধ্যেও সরিয়ে না নেওয়ায় তা উচ্ছেদ করেছে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া সরকারি খালের উপর ১৩টি দোকান উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ কাউসার হামিদ।
উপজেলা ভুমি অফিস সূত্রে জানা যায় , উপজেলার দক্ষিণ চান্দলা চারিপাড়া খাল দখল করে ১৩টি দোকান নির্মাণ করে ভোগদখল করে আসছিল উপজেলার দক্ষিণ চান্দলা চারিপাড়া গ্রামের অবিদ মিয়ার ছেলে মোঃ হোসেন মিয়া, আব্দুল হাকিমের ছেলে সিরাজুল ইসলাম ও আলী আহমেদ, মৃত তবদল হোসেনের ছেলে সহিদ মিয়া, আবু তাহের ও ইউনুস মিয়া, মৃত নাসির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক, মৃত আব্দুল মজিদের ছেলে সিদ্দিকুর রহমান, সুলতান আহমেদ ও মোঃ জহির মিয়া, মৃত আব্দুল মালেকের ছেলে মফিজুল ইসলাম ও তার ভাই শফিকুল ইসলাম এবং তোতা মিয়ার ছেলে দুলাল মিয়া। পরে স্থানীয় এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ কাউছার হামিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত দোকানপাট উচ্ছেদ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চান্দলা ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দিদারুল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা সার্ভেয়ার মোঃ কবির আহমেদ, ব্রাহ্মণপাড়া থানার এএসআই সাহাবুলসহ পুলিশের একটি দল।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ বলেন, মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে আজ এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। খাল দখলদারদের এক মাস আগে অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে।
Last Updated on November 2, 2023 9:20 pm by প্রতি সময়