কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে আটক করেছে।
বুধবার ব্রাহ্মণপাড়ার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রাম থেকে আনিসুর রহমান নামের ওই মাদক কারবারি কে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান বুধবার দুপুরে আটক আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরামুল হক ও থানার এসআই শেখ মফিজুর রহমানের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা জিরাপ পূর্বপাড়া আলমগীরের চৌচালা টিন শেডের ঘরের ভেতর থেকে ৩৯ কেজি গাঁজাসহ মোঃ হোসেন মিয়ার ছেলে মোঃ আনিছুর রহমানকে আটক করে।
Last Updated on September 7, 2022 11:12 pm by প্রতি সময়