কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রবিবার (১৭ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে ওয়াহিদুন নবী (২৭) ও মো. কানু মিয়ার ছেলে মোঃ তপন মিয়া (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় একটি পিকআপ গাড়ি সন্দেহ হলে এটি থামিয়ে তল্লাশি চালিয়ে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতার দুই ব্যক্তি মাদক কারবারির সঙ্গে জড়িত।
গ্রেফতারদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলার পর সোমবার (১৯ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়।
Last Updated on February 19, 2024 8:19 pm by প্রতি সময়