কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামী কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনের ৬টি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় চার ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
বুধবার বিকেল সোয়া ৩ টার দিকে শশীদল রেলওয়ে স্টেশনে প্রবেশের মূহুর্তে কর্ণফুলীর ইঞ্জিনের ৬টি চাকা লাইনচ্যুত হয়। বিষয়টি নিশ্চিত করে রেলের কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বলেন, স্টেশন মাস্টার পয়েন্ট ভুল করায় কর্ণফুলী ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে। ট্রেনটি লুপ লাইনে ছিল। অন্য লাইন সচল রয়েছে। তাই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কুমিল্লা রেলওয়ের স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম, সিলেট-চট্টগ্রাম ও ঢাকা-নোয়াখালী অভিমুখী সব ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেছে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোস্তফা কামাল জানান দুর্ঘটনার পর থেকে সন্ধ্যা সোয়া ৭ টা পর্যন্ত ব্রাহ্মণপাড়া শশীদল রেল স্টেশনে ট্রেনটি আটকা পরে থাকে। পরে কুমিল্লার লাকসাম থেকে একটি ইঞ্জিন এলে চট্টগ্রামের উদ্দেশ্যে কর্ণফুলী ট্রেনটি ছেড়ে যায়। আর বিকল ট্রেনের ইঞ্জিনটি স্টেশনে পড়ে থাকে। প্রায় চার ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Last Updated on April 19, 2023 11:30 pm by প্রতি সময়