মাত্র দেড় কিলোমিটার দূরত্বের কাঁচা সড়কটি ভোগান্তি দিয়ে আসছে হাজারো মানুষকে। একটু বৃষ্টি হলেই সড়কটি আর সড়কের চেহারায় থাকে না।
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর-চাড়িপাড়ার এই গ্রামীন সড়কটি চলাচল সুবিধে দেওয়ার পরিবর্তে গ্রামবাসীর চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কাজের প্রয়োজনে সাজঘর, চাড়িপাড়াসহ কয়েক গ্রামের হাজারো মানুষকে প্রতিদিন ভোগান্তি সঙ্গী করেই চলতে হচ্ছে সড়কটি দিয়ে। গত একদিনের বৃষ্টিতে সড়কের অবস্থা চলাচলের অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে।কিন্তু দেখার কেউ নেই।
সড়কটিতে চলাচলকারী রিক্সা, ইজিবাইক, সিএনজি চালিত অটো রিক্সা চালকরা জানান, শুকনো মৌসুমেও সড়কটি উঁচু নিচু টিলার মত থাকায় প্রায় দুর্ঘটনায় পড়তে হয়। আর বৃষ্টির সময় পুরো সড়ক কাদামাটিতে একাকার হয়ে পড়ে। তখন আর এ সড়কে যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, একটু বৃষ্টি হলেই এ সড়কে পায়ে হেঁটে চলাচল করতে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর রিক্সা, অটো এসব যানবাহন তো যাত্রী উঠাতেই চায় না। আর চাইলেও দ্বিগুনের চেয়ে বেশি ভাড়া দিতে হয়। সবমিলে সড়কটি গ্রামের মানুষদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এটি ইটের সলিং বা পাকাকরন জরুরি হয়ে পড়েছে।
চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, এই রাস্তাটি মাটি ভরাট করে প্রশস্ত করা হয়েছে। পাকাকরনের জন্য উপজেলায় আবেদন করেছি। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহি অফিসার রাস্তাটির দেখে গেছেন। আশা করি অচিরেই পাকাকরনের কাজ শুরু হবে।
Last Updated on June 11, 2023 11:56 pm by প্রতি সময়