কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সভাসহ কয়েকটি অন্যান্য সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক, চোরাচালান, অবৈধ ড্রেজিং বন্ধ, ইভটিজিং, অতিরিক্ত ভাড়া সমন্বয়সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও হাজী নুরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জহিরুল হক, মোঃ ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম (আলাউল) আকবর, মোহাম্মদ সুমন মিয়া (ভারপ্রাপ্ত), শেখ আব্দুল্লাহ আল মামুন, আনিসুর রহমান ভূইঁয়া রিপন, মনির হোসেন চৌধুরী, ওমর ফারুক, সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাছান, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ ইবনে হোসাইন, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, বিআরডিবি চেয়ারম্যান আব্দুস সামাদ, বিজিবি সালদা ও শশীদল (বিওপি), মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াছমীন, কাজী মোবারক হোসেন, সদর বাজার কমিটির সভাপতি হাজী মোজাম্মেল হক দুলাল, নাছির উদ্দিন, আবু কাউছার দুলালসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা।
Last Updated on April 11, 2023 8:24 pm by প্রতি সময়